পৃথিবীতে অনেক তালিকা তৈরী হয়
কিছু কিছু ছিঁড়ে ফেলা হয়
কিছু স্থান পায় ময়লার ঝুড়িতে
অন্তর কাঁপিয়ে তেড়ে উঠে আরো কিছু
মানুষ নিস্কৃতি চায়
প্রার্থনা করে
তারপর দেখা যায় খোদ খোদাই ছিঁড়ে ফেলেন তালিকা
আরো কিছু তালিকা গুঞ্জরিত হয় ষড়যন্ত্রের টেবিলে
মোড়কে বেঁধে সিল মেরে পণ্যে তোলা হয়
হয় বাজারজাত
বিভ্রান্ত মানুষেরাও খরিদ করে বিনামূল্যে যত্রতত্র
হয়ত বিধাতার কাছে এ সময়ের সেরা তালিকার একটি হয়ে আছে
কে জানে......
নিশ্চয়ই তা ধারনা করে না উইপোকা
কেননা, বিধাতার থাবার নিকট উইপোকার শূঁড় কত নগণ্য!
৩০ মার্চ ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।