তুমি জানো না কোথায় আঘাত করেছো
হে উন্মাদ!
পৃথিবীতে বিচরণের জন্য স্রষ্টার দেয়া দান
এই দেহ এবং হৃদয়ে লুকানো অদৃশ্য প্রাণ
এক অলৌকিক সম্পর্কের ফসল আমি
মানুষ! -জাগতিক বিবেচনায় বুদ্ধিমান প্রাণী
জ্ঞান-বুদ্ধির পুঁটলিতে যতটা জমিয়েছি সঞ্চয়
যতটা কুড়িয়েছি অজানা বিগতদের পথে পথে
কখনো শিশুর হামাগুড়িতে, কিশোরের চটুলতায়
যৌবনের অবাধ্যতায়, পরিণতির পূর্ণতায়
বেলা শেষের ম্লানময় অস্তাচলের ধোঁয়ায়-
এ জীবনের সবটুকু শুধুমাত্র সেই সত্তার
এ জীবনটা মূলতঃ যাঁর দেয়া উপহার...
তুমি জানো না কোথায় হেনেছো থাবা
ওহে হিংস্র!
অবুঝ অন্ধকারে হামাগুড়ি দিচ্ছিল শৈশব
আমি খুঁজে ফিরি কারণ; কেন এই মাটিতে?
চলছি কোথায়? কোন্ মঞ্জিলে সমাপন?
আকাশের হুংকারে ভীত; যমীনের জঘন্যতায়
ক্লান্তি আমায় নুইয়ে দিয়েছিল প্রথম যৌবনেই
জীবনের গহীন আঁধারে আলোর সওদাগর
পাল্টে দিল গতিধারা, হাতে দিল আলোর মশাল
ধন্য হওয়ার মত পৃথিবী খুঁজে আর পাইনি কিছু
মহত্বের সব মন্ত্র-ব্যবহার শিখিয়ে গেলেন যে জন
মানব-ইতিহাসের মহামানব! স্বয়ং আমারই শিক্ষক!
তুমি জানো না কতটা ব্যথায় ব্যথিত করেছো
মূর্খ ঘাতক!
ভাবনায় অনুভব করে দেখ; যতটা বাকী আছে তায়
মন্ডুহীন দেহের ভয়াবহ কাতরতা কতটা ভয়াল
হৃদপিণ্ড বিহীন মানুষের যন্ত্রণা কতটা ভয়ংকর
যে মুসলিম জেনেছে বিশ্বস্রষ্টার পরিচয়
সৃজনে সৃজনে পেয়েছে তাঁর অসীম ভালবাসা
যে উম্মাত চিনেছে জগতের সর্বশেষ্ঠ শিক্ষক
ভুবন থেকে অনন্তের প্রতিটি চড়াই-উৎরাই
বিস্তারিত জ্ঞানের অকাতর বিতরণ যে জনায়
তাঁদের অসম্মান যোজন যোজন দূরের প্রলাপ
মুহাম্মাদের(স) বন্ধু খাব্বাব সহ্য করেনি ফুলের আঘাতও
পৃথবীর ইতিহাসে বাংলাদেশ দেখিয়েছে 'স্পর্ধা'!
তুলনা করে দেখ-
মৃত্যু অনেক সহজ সমাধান
তোমাদের উন্মাদনা, হিংস্রতা ও মূর্খতার তুলনায়...!
প্রথম প্রকাশ।
বাহ! চমৎকার

শোকরান।
www.fazleelahi.com
অসাধারন লেখনী ও লেখার গাথুঁনী!!
সবাই যেন আপনার মতই ভাবে...................আমিন।
লেখককে অনেক অনেক যাযাকাল্লাহু খাইরান।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬