লিখেছেন: বিডিটেন্ডার || সোমবার, ২৮ এপ্রিল ২০১৪ - ১২:৩৬বিকাল
তোমার প্রেমের দহনে
ক্ষত হোক বুক !
বেদনাকে ঝরে যেতে দেবনা
চেপে ধরে রাখব ।
ভয় আমার খুব ! ক্ষণিকের তরে ,
যদি হই , তোমার দয়া থেকে বঞ্চিত !
যদি বিরহ ঝরে যায়
তাতে যদি তুমি, হও কিঞ্চিৎ মনঃক্ষুণ্ণ !
সেই ভয়ে চেপে ধরে আছি
আরো শক্ত করে !
তুমি আমার সর্বস্ব ।
খণ্ড বিখণ্ড করো এ হৃদয়
ক্ষরণে ক্ষরণে
দলিত করো বেদনা
শুধু প্রেম তোমার ,
জাগিয়ে রাখুক আমায়
ঢেকে দিক যত না পাওয়া !