Normal
0
false
false
false
EN-US
X-NONE
BN-BD
তুমি আমার ভালোবাসা
লাল টুকটুক গোলাপ
ফুটেছো ডালে।
তুমি আমার পূর্ণিমার চাঁদ
ভূবন জুড়ে ফুটফুটে জোসনা
উঠেছো গগনে।
তোমার ভালোবাসা জলসিক্ত পদ্ম
তোমার ভালোবাসা সুরময় সংগীত
এলোমেলো জোয়ার তুলেছে শোনো
আমার হৃদয় গহীনে।
মনোহর শিল্প তুমি রূপের আঁধার
তোমার উচ্ছল প্রেম ছলাৎ ছলাৎ ফেনিল ঢেউ
আমার তৃষিত ভূবন দিয়েছে ভাসিয়ে
বালিকা বধু
আমি জলে ভাসা পদ্ম তোমার ঢেউয়ে
ভাসবো অনন্তকাল।
সুস্থ চলা যদিও ক্ষণিক দুদিনের খেলা ঘরে
তবু তোমার সুস্থ চলাই আমার কামনা বধু
তুমি আমার বেগবান নদী অশান্ত ভালোবাসা।
কোনদিন যদি চলে যেতে হয় যোজন যোজন দূরে
দ্বিতীয় ভূবনে, আসবো আবার
দারোয়ান ফাঁকি দিয়ে, একটু সময় কাটিয়ে যাবো
তোমার ঘুমের ঘোরে আমার লাল টুকটুক ভালোবাসা
আজীবন তোমার উচ্ছলতাই আমার কাম্য।
(মফিজুল ইসলাম খান)
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
text-align:justify;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Vrinda;
mso-bidi-theme-font:minor-bidi;}