বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
আচ্চালামুয়ালাইকুম কেমন আছেন সবাই? বিসর্গ ব্লগে নতুন আসলাম এম পোস্ট করলাম আল্লাহর প্রশংসার মাধ্যমে। কথা ও সুরঃ ফখরুল ইসলাম
প্রভাত বেলায় কার ইসারায়,
গোধূলি বেলায় সূর্য ডোবায়,
|
|||
Rate This |
||
|
ফখরুল ভাইকে এমন মধুর কন্ঠ যিনি দিলেন
তিনি হলেন আমার প্রভু মহান রাব্বুল আলামিন।
anowar hossain
একমত পোষণ করছি
আনোয়ার ভাইয়ের সুন্দর মন কে দিয়েছেন? তিনি হলেন সকল সুন্দরের মালিক রাব্বুল আল আমিন
ফখরুল ভাই, বিসর্গে স্বাগতম আপনাকে।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
আপনাদের সাথে আছি থাকব ইনশাল্লাহ।
অনেক ভালো লাগলো ভাই চালিয়ে যান
দোয়া করবেন এখন এক দম সময় পাইনা।
জাযাকাল্লাহ খায়ের।বিসর্গে আপনাকে স্বাগতম
আম্নেরেরেও স্বাগতম
অনেক সুন্দর লিরিক। তবে কানে না শোনা পর্যন্ত গানের আসল মজা কখনোই পাওয়া যায় না। সে ব্যাপারে ফখরুল ভাইয়ের প্রচেষ্টায় কি কোন ত্রুটি আছে?
www.fazleelahi.com
ইনশাল্লাহ শিগগিরই পাবেন। ইনশাল্লাহ এই ব্লগের মাদ্ধমেই পাবেন।
ফখরুল ভাই আপনার হামদটি খুব সুন্দর হয়েছে। গেয়ে শুনাবেন কবে ?
আগামি পরশু সুনাব
ফখরুল সাহেব বহুমুখী প্রতিভার অধিকারী মনে হচ্ছে, কথা, সুর, আবার শিল্পীও বুঝা যাচ্ছে মন্তব্য থেকে। আল্লাহ্ আপনাকে সমৃদ্ধ করুন।
"প্রচার কর আমার পক্ষ হতে, যদি একটি কথাও (জানা) থাকে।" -আল হাদীস
দোয়া করবেন আমার জন্য।
আর আপনার উল্লেখিত হাদিসের আলকে যেন জিবন পরিচালনা করতে পারি সেই দোয়া করবেন।
আমি গানটি নিজে গেয়েছি এবং শুনেছি, আমার অনেক ভাল লেগেছে। বাস্তবিক পক্ষে আল্লাহ্র নামে গান শুনলেই এমনিতেই ভাল লাগে।
অনেক ধন্যবাদ মামুন ভাই।
আস্সালামু আলাইকুম ফখরুর ভাই গানটার অডিও ভার্সন শুনতে মন চাচ্ছে। মনের আশা পূরণ হবে নাকি??
ইনশাল্লাহ এই ব্লগের মাধ্যমেই দিতে চেষ্টা করব ভাইজান।
আমিতো এই গান টি সুন্দর ভাবে গিয়েছিলাম তাই না .............
moniruzzaman
আসতে কন কেউ শুনলে পচা আণ্ডা মারবে
ফখরুল ভাই ধীরে ধীরে সবগুলো গানের লিরিক তুলে দিতে পারেন। তাতে আপনার একটা সংগ্রহ থাকবে বিসর্গে।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
জি ইনশাল্লাহ