আপনাদের টিউনারপেজের প্রতি উষ্ণ ভালবাসার দরুণ আরও একটি সংখ্যা প্রকাশিত হল “মাসিক টিউনারপেজ” এর। প্রতিবারের মতই এবারও আরও ছোট করে আনা হয়েছে এর আয়তন পাশাপাশি বাড়ানো হয়েছে কিছু বিভাগ। ফন্টের স্পষ্টতা আরও বাড়ানো হয়েছে যার দরুণ ছবিগুলো একটু ঝপসা হয়েছে। আপনাদের উৎসাহ পেলে আগামীতে এটা ঠিক করা হবে আশা করি। আপনাদের ভাল লাগা-খারাপ লাগা আমাদের জন্য একটি গুরত্বপূর্ণ বিযয় কাজেই মন্তব্য দিতে ভুলবেন না। আপনাদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান পিপাসা আরও বাড়ুক এই নিয়েই আমাদের পথচলা। ভাল থাকুন, নতুন নতুন জিনিস শিখুন আর ভাল রাখুন আপনার পাশের মানুষটিকেও এই কামনায় । এবারের সংখ্যায় আপনি যা যা পাবেন - এবারের ক্যুইজ- এছাড়াও রয়েছে বরারের মতোই অন্যন্যা বিভাগ। তাহলে আপনিও বুঝে নিন আপনার প্রিয় টিউনারপেজের মাসিক ম্যাগাজিনটি। এছাড়াও শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। যাদের পিসি নেই কিন্তু জানার আগ্রহ আছে । আপনি এই ম্যাগাজিনটিকে ব্যবহার করতে পারবেন অফলাইন টিউনারপেজ হিসেবে। ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন। মাত্র ২.৭৮ মেগাবাইট http://www.mediafire.com/?nlzmya4c6ny48cv মাসিক টিউনারপেজ
|
|||
Rate This |
||
|