বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
বাংলা এই ভাষাতে বলি কথা এই ভাষাতে স্বপ্ন দেখি এই ভাষাতে কথা বলে শান্ত করি মন ফার্সি, হিন্দু, ইংলিশ যাহাই বল ভাই মাতৃভাষা বাংলা আমার রবের সেরা দান
|
|||
Rate This |
||
|
সুন্দর লেখার জন্য আন্তরিক মোবারকবাদ
মনে হয় অনেক দেরীতে পেলাম আপনাকে।
কেমন আছেন আপনি?
মায়ের ভাষা হলো, বোনের ভাষাও হলো, আমরা ভাইয়েরা বাদ পড়ে গেলাম।
কবিতা কিন্তু বেশ চমৎকার হয়েছে।
www.fazleelahi.com
আমারো খুব ইচ্ছে জাগে আপনার মতো কবি হওয়ার।দারুন লিখেছেন চালিয়ে যান
একটা অনুরোধ করি। ইন্টারনেট থেকে ছবি ব্যবহারের ব্যাপারে আরো সতর্ক হওয়া দরকার। মডুরা এ ব্যাপারে কোথাও কিছু লিখেছে কিনা মনে পড়ছে না। তবে ব্লগারদের উচিত যেকোন ছবি নিজের পোষ্টে ব্যবহার করলে সেটার লিংক দিয়ে দেয়া। তা না হলে কেউ তার ছবির অধিকার নিয়ে দাঁড়ালে নিজেকেও হেনস্থা হতে হবে ব্লগেরও দুর্নাম হবে।
যেমন আমার পোস্টগুলোতে আমি এভাবে দেই:
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
পোষ্ট:
কাব্যচিত্র: ০২৫
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!