পৃথিবীতে অনেক লেখক ও কবি আছেন যারা পরিচিত পাঠক মহলে। আর অনেক মেধা তাই আমি ব্লগের সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করবো আমার একখালামনি খুবই ভালো লেখেন এভাবে থাকতে থাকতে এতে করে সে জ্ঞান পিপাসায় পিপাসিত আদম সন্তান যারা যুগে যুগে বের হয়েছে জ্ঞান তালাশে তারা। কারন আল্লাহ পাকের কোরআনেতে এরশাদ হল যেন জ্ঞান তালাশে একটি দল বের হবেনা কেন? কোরআন হাদীস ঊসূল ফিকাহ এলেম অর্জন করে বিদায় নিচ্ছি আমরা ক’জন যাবো অনেক দুরে। ঐযে সূর্য ডুবে গেল শেষ হয়ে গেল বেলা হঠাৎ যেন এসে গেল সবার বিদায় নেয়ার পালা। শিক্ষা গুরুর ছায়া তলে ছাত্রী জীবন গেলো কত মজার ছিলো আহা কত মজার ছিলো। তাই চেয়ে ছিলাম ছাত্রী থাকতে সারাজীবন মোরা সুখের জীবন পাইনা কোথাও ছাত্রী জীবন ছাড়া। কতকিছু করেছি যে ছাত্রীবোনদের সাথে আর কি পাবো এমন যুগটি জীবন চলার পথে? আহাঃ আর কি পাবো এই জীবনে উস্তাদ গণের দেখা? কেমন করে নিঠুর বিদায় এসে দিলো দেখা। قا ل আর حد ثناআখবারনার তানে ইসলামিয়া প্রকম্পিত রাতে এবং দিনে। আহাঃ আর কি পাবো শুনতে মোরা হাদীস পাঠের গলা? হঠাৎ করে এসে গেল বিদায় নেয়ার পালা। শ্রদ্ধা ভাজন উস্তাদজীগণ ঘন্টা বাজার সাথে প্রত্যেক হুজুর এসে যেত কিতাব নিয়ে হাতে। আহাঃ সাগর মাঝে ডুবে গেল সুখের জীবন ভেলা সুখের জীবন কাটিয়ে দিলাম করে অবহেলা। মহামান্য শিক্ষাগুরুর শিক্ষা নীতির দিকে ধীরে ধীরে ছাত্রী বোনেরা শিক্ষার দিকে ঝুকে। এমন সময় বুঝে আসছে শিক্ষা নীতির দাম যখন মোদের বিদায় দেওয়ার চলছে রে আঞ্জাম। একটি কথা রেখে যাচ্ছি ছোট্ট বোনদের পাশে তোমরাও ইহা বুঝতে পারবে বিদায় নেওয়ার শেষে। তাই সময় থাকতে মূল্য দিয়ে লেখা পড়া করো ইসলাম ধর্মের শিক্ষানীতি শক্ত করে ধরো। মহামান্য শিক্ষাগুরুর স্নেহ মমতা ছেড়ে সব যুগেই ছাত্রী বোনেরা বুঝলো ধীরে ধীরে। এমন সময় বুঝে আসছে এই বিদায়ের দাম যখন মোদের বিদায় নেওয়ার চলছে রে ধূমধাম। আব্বু ছেড়ে আম্মু ছেড়ে, ছেড়ে আপন বাড়ী এসেছিলাম এই বাগানে ছেড়ে আবাস ভূমি। তাই সবার কাছে দোয়া চাই, চাই যে খালেস ক্ষমা সবার স্মৃতি রাখবো স্বরন, রাখবো মনে জমা। ১৫ ই ডিসেম্বর ২০০৬ সহযোগীতায় লিখিত বিষয়: সাহিত্য
|
|||
Rate This |
||
|
বেশ ভালো একটি পরিকল্পনা। ভালো লাগলো।
^
"দ্রুত চলে রাস্তায় থেমে যাওয়ার চেয়ে ধীরে চলে গন্তব্যে পৌঁছা শ্রেয়।" -শেখ সাদী
আপনার হাতকে সুপ্রাসিরত করুন এই উদ্যোগের ব্যপারে। আল্লাহ সাহায্য করবেন ইনশা-আল্লাহ।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
সালাম আপা ,
চমৎকার আইডিয়া তবে কেমন সাড়া পাবেন জানি না । মানুষ আজকাল নিজেকেই নিয়ে বড় ব্যস্ত , অন্যকে দেবার মতো সময় কই ??
ওয়ালাইকুম আস-সালাম আপুনি!
কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ! যে কোন ভালো কাজ জানিয়ে করা উচিৎ এতে করে কেউ উৎসাহ পাবে, কেউ উৎসাহ দেবে। আর কেউ যদি হাত না বাড়ায় আমি একাই চলবো ইনশা-আল্লাহ কারন কে কি করলো সেটা বড় কথা নয় আমি ভাল কাজের কতটুকুন করতে পারলাম সেটাই আসল কথা। আল্লাহ সবাইকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দিন।
আমিন।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
চমৎকার আইডিয়া আমাদের মতো যারা লেখালেখির প্রবল ইচ্ছা আছে কিন্তু কোন মধ্যেই নাই বিধায় তাদের জন্য ব্লগ হলো সেরা মধ্যে নিজের প্রতিভা কে কাজে লাগানোর জন্য।
আপনার সহানুভুতির হাতকে সুবিধা বঞ্চিতদের জন্য সুপ্রসারিত করুন। আল্লাহ আপনার কল্যাণ করুন। আমিন।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
খুব ভালো পোস্ট!
_______________
ধন্যবাদান্তে
(শরিফুল ইসলাম শরীফ)
ফেসবুকে আমি
আপনার সহানুভুতির হাতকে সুবিধা বঞ্চিতদের জন্য সুপ্রসারিত করুন। আল্লাহ আপনার কল্যাণ করুন। আমিন।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬