বিশ্বকাপ ক্রিকেটের টিকেট কেনার জন্য ব্যাংগুলির সামনে আগের রাত থেকে মানুষের লম্বা লাইন , না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা , না খেয়ে –না শুয়ে অনেকে তিনদিন পর্যন্ত লাইনে থেকে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছে ।
এদেশের নারীরাই বা পিছিয়ে থাকবেন কেন ? কাগজে দেখলাম তারাও পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করেছেন । ক্রিকেটপ্রেমী এই নারী-পুরুষদের মধ্যে যারা মুসলমান , তারা এই তিনদিন কিভাবে নামাজ পড়েছেন , জানি না ।
টিকেট পাওয়ার জন্য মানুষ এত পাগলামি , এত কষ্ট কিভাবে করে আমি বুঝতে পারি না । এত কষ্টের একশ ভাগের এক ভাগ যদি কেউ আল্লাহর জন্য করে , তবে তো অনন্তকালের সুখের জীবন লাভ করা যেত । মনে হলো এই ধৈর্য , এত কষ্ট সহ্য করার শক্তি যদি আমার থাকতো , তবে কত ভাল হতো । তাহলে আরবী শেখা , শুদ্ধ করে কুরআন তেলাওয়াত আর বেশী বেশী করে নফল ইবাদত করে পরকালের ব্যপারে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারতাম ।
আমদের শক্তি , আমাদের ধৈর্য ও জ্ঞানকে আমরা যেন আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি , সে সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন , আমীন ।
|
|||
Rate This |
||
|
মনে হলো এই ধৈর্য , এত কষ্ট
সহ্য করার শক্তি যদি আমার থাকতো , তবে কত ভাল হতো । তাহলে আরবী শেখা ,
শুদ্ধ করে কুরআন তেলাওয়াত আর বেশী বেশী করে নফল ইবাদত করে পরকালের
ব্যপারে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারতাম ।
ভালো বলেছেন ।