বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
সালাম চমৎকার একটি দুআ পড়লাম -
রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , মু'মিন মুসলিম যখন তাই তোমরা দু'আ করার সময় বলবে , আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রাসূলুল্লহা সা: এর ইবাদত বন্দেগী সংকলন : ড: ইন্জিনিয়ার মোশারফ
|
|||
Rate This |
||
|
ওয়ালাই কুমুসসালাম''
সালাম আপনাকে
সুন্দর পোস্ট দেয়ার জন্য আপনাকে যাযাকিল্লাহু খায়ের। আমি আল্লাহর ইচ্ছা এই দোয়ার আমল করি সব সময়।
আপনি কেমন আছেন? অনেক দিন পর লিখলেন নিয়মিত কামনা করছি। পাবো তো?
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
ওয়ালাইকুম আস সালাম
আশা করি আপনি ভাল আছেন । ইন'শা আল্লাহ নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো ।
সালাম
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ আপনাকে সুযোগ করে দিন নিয়মিত লেখা পোস্ট করতে। আমাদের জন্যেও দোয়ার দরখাস্ত রইলো আপুর কাছে আল্লাহ যেন মদিনাতে রিযিক নির্ধারন করে দেন আমার জন্য, আর জীবনের শেষ সময় পর্যন্ত কবুল করেন ইনশাল্লাহ।
ভাল থাকেন সবসময় আপু
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬