আপনার সকল
অ্যাকাউন্ট এর ইউজার নেম এবং পাসওয়ার্ড একই না রেখে ভিন্ন ভিন্ন রাখেন। যাতে
একটি অ্যাকাউন্ট হ্যাক হলেও সমস্ত অ্যাকাউন্ট এক সাথে হ্যাক না হয়।আপনার ইমেল
এড্রেস, ক্রেডিট কার্ড
নাম্বার, পাসপোর্ট নাম্বার,
ব্যাংক অ্যাকাউন্ট
নাম্বার, আইডি কার্ড নাম্বার,
ড্রাইভিং লাইসেন্স
নাম্বার ইত্যাদি শেয়ার থেকে বিরত থাকুন।অত্যন্ত
ব্যক্তিগত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার থেকে বিরত থাকুন। আপনার
ব্যবসায়িক তথ্য লেন-দেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সোশ্যাল
মিডিয়াতে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা সবার জন্য উন্মুক্ত রাখবেন না। সোশ্যাল
মিডিয়াতে অপনিন্দা এবং অপপ্রচার থেকে বিরত থাকুন। সাইবার জগতে
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকুন। অপরিচিত
ওয়েবসাইট ভিজিট এবং সেখান থেকে ফ্রী সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকুন। ইন্টারনেটে
ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র বাছাইকৃত মানুষদের দেখার সুযোগ দিন। রেস্টুরেন্ট ও
পাবলিক প্লেস গুলোতে পাবলিক ওয়াই-ফাই কানেক্ট হওয়া থেকে বিরত থাকুন। কোন ওয়েবসাইটে
লগইন বা রেজিস্ট্রেশন করার সময় দেখে নিন সাইটটি সিকিউর কিনা অর্থাৎ HTTPS ব্যবহার করছে কিনা।
(সুত্রঃ সফট আইটি
সিকিউরিটি এর লিখিত
হ্যাকিংয়ের গোলকধাঁধা বই থেকে সংগৃহিত।)