একটি
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন সেই দেশের আমদানি-রপ্তানির অবাধ সুবিধা।
সেই লক্ষে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনের জন্য ‘মালয়েশিয়া বাংলাদেশ এক্সপ্রেস’ নামে নতুন জাহাজ
সার্ভিস চালু হচ্ছে। নতুন এ সেবার আওতায় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মালয়েশিয়ার
পোর্ট কেলাং বন্দরে প্রতি সপ্তাহে একটি জাহাজে কনটেইনার আনা-নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরভিত্তিক ফিডার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস ফিডারস’ নতুন এই সেবা চালু করছে। নতুন
সেবা চালুর মাধ্যমে চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর
হয়ে ইউরোপ ও আমেরিকাগামী রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে অন্তত দুই-তিন দিন
সময় কম লাগছে। বর্তমানে চট্টগ্রাম-পোর্ট কেলাং বন্দরে সিঙ্গাপুর হয়ে বেশির ভাগ
কনটেইনার আনা-নেওয়া হচ্ছে। এতে দুই-তিন দিন বাড়তি সময় লাগে। নতুন এই সেবার কারণে বন্দর
ব্যবহারকারীদের পছন্দের সুযোগও বাড়ছে। ‘পোর্ট কেলাং থেকে
প্রতি বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়বে একটি জাহাজ। চট্টগ্রাম বন্দর ছাড়বে প্রতি
শনিবার। ১৬ জুলাই পোর্ট কেলাং থেকে প্রথম জাহাজ চলাচল শুরু হচ্ছে।