বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
বিসর্গকে পাওয়া মাত্র তার পরিবারে জায়গা করে নিতে অস্থির হয়ে গেলাম। কিন্তু একি! মাত্র একবার লগইন করার সুযোগ দিয়ে ই-মেইল পাঠায়। এরপর আর লগইন করা যায় না। এ রকম কেন? এটাকে অন্যদের মত সহজ ও স্বাভাবিক করা যায় না?আবার পাসওয়ার্ড দিতে চাইলে নিতে চায় না। বিদেশী ভাষায় কত কথা বলে! সব বুঝিও না। কার কাছে যে সাহায্য চাই?ও, আসল কথা বলা হয়নি। এ রকম একটি ব্লগ সাইটের প্রয়োজন অনেক দিন থেকে।বিসর্গের সকল উদ্যোক্তাকে - জাযাকুমুল্লাহ খাইরা
|
|||
Rate This |
||
|
মনে হয় আপনার কোথাও সমস্যা হচ্ছে। আপনার ব্লগ অনুমোদনের পর যে মেইলটি পাঠানো হয়েছে সেখানে একটা লিংক পাবেন। ওটা ব্রাউজারে পেস্ট করে লগইন করুন। এরপর পাসওয়ার্ড পরিবর্তনসহ অন্যান্য পরিবর্তন আনুন। তাহলেই আর সমস্যায় পড়তে হবে না। অবশ্য এডমিন এ ব্যাপারে আপনাকে আরও বেশী সহযোগিতা করতে পারবে।
প্রতি কমেন্টের ঘরে হেডিংটা বারবার আসে কেন?
আর যিনি কমেন্ট করছেন তার নামটা খুবই ছোট.... এরকমটিই যদি ভাল লেগে থাকে তাহলে ঠিক আছে।
বিনয় জ্ঞানীলোকের অনেকগুলো ভাল স্বভাবের একটি
আব্দুল্লাহ্ শহীদ ভাই, আসসালামু আলাইকুম।
আপনি যে মেইলটা পেয়েছেন ওটাতে ক্লিক করেই নিজের পক্ষ হতে পাসওয়ার্ড করতে পারার কথা। আপনি আবারো চেষ্টা করে দেখেন।
ঠিক বলেছেন, অনেক সীমাবদ্ধতার পরও বিসর্গের প্রয়োজন আমরা সবাই অনুভব করছি। জাযাকুমুল্লাহ্ খায়ের বিসর্গ পরিবার ও ব্লগারদের যারা বিসর্গকে সামনে নিয়ে যাচ্ছে ও যাবে।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
বিসর্গ এখনো ডেভেলপমেন্টের পর্যায়ে আছে, তাই হয়তো এর ইউজার ফ্রেন্ডলিনেস ততটা নেই।
তবে আশার কথা হলো, যে ফ্রেমওয়ার্ক বিসর্গ ব্যবহার করছে, তাতে অদূর ভবিষ্যতে আমরা একটি চমৎকার ব্লগিং পরিবেশ পেতে যাচ্ছি।
www.youthinkers.com