|
|
|
|
লিখেছেন: লোকমান || বুধবার, ৪ এপ্রিল ২০১২ - ১:৪৩বিকাল
|
|
মাগো আছি দুর প্রবাসে
তুমি
নেই আজ পাশে,
তোমার মায়াবী মুখটা
শুধুই চোখে ভাসে।
বাবা আছি দুর
প্রবাসে
পাই না তোমার দেখা,
তোমার কথা মনে হলে
কাঁদি বসে একা একা।
আপু আছি দুর প্রবাসে
কাছে নেই তোরা কেউ,
তোদের কথা মনে হলে
বুকে শুরু হয় বেদনার ঢেউ।
ভাইয়া আছি দুর প্রবাসে
একা একা থাকা যায়
না সুখে,
ভাবি কবে পাবো তোদের
জড়িয়ে ধরবো বুকে।
বন্ধু আছি দুর
প্রবাসে
তোদের মুখগুলো শুধুই চোখে ভাসে,
তোরা নেই পাশে
কে নিবে কাছে
টেনে ভালবেসে ?
|
|
|
|
|
|
|
সালাম
মাশ-আল্লাহ
ভাল লেগেছে আপনার লেখা।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
শুনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে।
প্রবাসটা আসলেই একটা অভিশাপ। তবে অবশ্যই ব্যাচেলরদের জন্য।
সূর আসে না তবু বাজে চিরন্তন এ বাঁশী!
সহমত। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অসম্ভব সুন্দর কবিতার জন্য মোবারকবাদ জানাচ্ছি
আপনাকেও মোবারকবাদ।
সালাম
মাশাল্লাহ । আপনার কবিতাটা বাস্তব ও খুবই সুন্দর।
imam
ধন্যবাদ ভাই।