১। উস্তাদ নুমান আলী খান তার বড় মেয়ে হুসনা কে আরবী শিখাচ্ছেন আর এর সাথে সাথে এর ভিডিও তৈরি করা হচ্ছে। ২০টি ইউনিট করা হবে। এখন ৮ নং ইউনিট চলছে। তার কোর্সটি পাবেন www.bayyinah.tv তে। সাইটটি সাবস্ক্রিপসন করে প্রবেশ করতে হয়। তবে আপনি ফ্রীতে পাবেন এখানে অ্যাপ্লাই করেঃ gift.bayyinah.com
২। মাদীনা আরাবীক ১-২-৩ টি বই এর উপর খুবই বিস্তারিত আর সম্পূর্ণ ক্লাসটি এই সাইটে পাবেন http://www.lqtoronto.com/ তে। কোর্সটির মাধ্যমও ইংরেজী ভাষাতেই করা। এই সাইটের উপর ভিত্তি করে অনেক সাইট তৈরী হয়েছে। সেই হিসেবে এই সাইটটি ভাল লেগেছে আমাদের http://www.learnarabic.info/ । এখানে এই কোর্সের জন্য যাবতীয় সব বই, ইউটিউব লিংক ইত্যাদি পাবেন ডাউনলোডের জন্য।
৩। মাহমুদ হাসান নামে এক ভাই ইউটিউব টিউটোরিইয়াল শুরু করেছেন বাংলা ভাষাতেই। এই সিরিজ এখনও চলছে। লিংকঃ https://www.youtube.com/playlist…
৪। দেশে Ibana নামে একটি প্রতিষ্ঠান থেকে Sibaway Arabic নামে আরবী কোর্স করাচ্ছেন উস্তাদ আসিফ সিবগাত ভূঞা। কোর্সটি বাংলাতেই অফলাইন ও অনলাইনেও পরিবেশন করা হচ্ছে। বিস্তারিত জানতে পারবেন http://ibanaway.com/learn-arabic/ সাইটটিতে।
৫। অনলাইনে http://understandquran.com/ এর কোর্সটিও খুব চমৎকার, মাশাআল্লাহ। সাবসক্রিপসন বেইসড।
৬। IOU তথা Islamic Online University এর ফ্রী আরাবীক কোর্সটিও খুব গুছানো।
https://www.facebook.com/NAKBangla?fref=nf
|
|||
Rate This |
||
|
আস-সালামু আলাইকুম! আপা কেমন আছেন? আপনার এই লিংকটি আমি পড়তে শুরু করেছি! মহান আল্লাহ আমাকে সহ সবাইকে আরবী বুঝার তৌফিক দান করুন! আমিন!
আপনাকে মহান আল্লাহ উত্তম যাযা দিন!
http://www.learnarabic.info/
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
ওয়ালাইকুম আস সালাম ,
আপা , ভাল আছি আলহামদুলিল্লাহ । আরবী পড়ার খুব চাপ যাচ্ছে । যে লিংকটি ভাল লাগে জানাবেন । রোজ কমপক্ষে দশ মিনিট আরবী পড়ার পাশাপাশি লিখবেনও । ইনশাআল্লাহ তাড়াতাড়ি শিখতে পারবেন ।
এতগুলো লিংকের মাঝে কোন্টা যে অধিক উপযোগী ও সহজ হবে ভেবে পাচ্ছি না। প্রত্যেকটা যাচাই করে দেখা সময়সাপেক্ষ।
সালাম
আমার কাছে মদীনা কোস্ ভাল লেগেছে (2 ) । আমার পরিচিত দুজন নওমান আলির কোস্ করছেন । আপনি বিসমিল্লাহ বলে যে কোনটা শুরু করে দিন ।
চলছে দুই বছর মেয়াদি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা প্রোগ্রাম IIRT Arabic Intensive এর Spring - 2018 সেমিস্টারের রেজিস্ট্রেশন।
▶ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন - http://arabic.iirt.info/vidoes
▶ রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন - http://arabic.iirt.info/registration-form